পোশাক বাজার মনিটরিংয়ে নামছে প্রশাসন

এবার পোশাক বাজার মনিটরিংয়ে নামছে প্রশাসন। ভোক্তা সাধারণের অভিযোগ আমলে নিয়ে এই বিশেষ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের আদালত ভবনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এ তথ্য জানান। এ সভায় ভোক্তা প্রতিনিধি, ব্যবসায়ীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ভোক্তাদের সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতারা দাবি করেন, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার মনিটরিং এর সুফল পাচ্ছে ভোক্তা সাধারণ। কিন্তু পোশাক বাজারে কোনো প্রকার নিয়ন্ত্রণ না থাকায় এক শ্রেণির ব্যবসায়ী ঈদকে সামনে রেখে অস্বাভাবিক মুনাফা করছে। সাধারণ ক্রেতাদের স্বার্থে এই ক্ষেত্রেও মনিটরিং দাবি করেন ক্যাব নেতারা।
এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পোশাক বিক্রির আহ্বান জানিয়ে বলেন, এখন থেকে পোশাক বাজারও মনিটরিংয়ের আওতায় আসবে। আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিংকালে কাপড়ের অস্বাভাবিক মূল্য নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পোশাক ব্যবসায়ীদের হুঁশিয়ার করে দেন জেলা প্রশাসক।