এবার চুয়াডাঙ্গায় লাঠি বাঁশি তুলে দিল পুলিশ

‘হিন্দু মুসলিম ভাই ভাই, জাতিগত বিভেদ নাই’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় গ্রাম প্রতিরক্ষাদলের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে আনুষ্ঠিকভাবে এই দল গঠন করা হয়। এ সময় প্রতিরক্ষা দলের সদস্যদের হাতে লাঠি ও বাঁশি তুলে দেন পুলিশ সুপার মো. রশীদুল হাসান।
এ উপলক্ষে সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি এম আব্দুল্লাহ শেখের সভাপতিত্বে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. রশীদুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ মো. সুপার ছুফি উল্লাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক ও পরিদর্শক (তদন্ত) এ এইচ এম কামরুজ্জামান খান।
বক্তব্য দেন সরোজগঞ্জ বাজার কমিটির উপদেষ্টা আজিজুল হক, কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক ও সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জুয়েল রানা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘যারা বেছে বেছে মানুষ খুন করছে তারা কাপুরুষ। এই কাপুরুষদের টার্গেট কিলিং ঠেকাতে আপনাদেরও এগিয়ে আসতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে। জেলার বিপুল মানুষের জন্য ৯০০ পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাই সম্মিলিতভাবে কাজ করতে হবে। আপনার এলাকায় অপরিচিত লোক এলে তাঁকে জিজ্ঞেস করুন। সন্তোষজনক উত্তর না পেলে তাৎক্ষণিক পুলিশকে খবর দিন।’
এদিকে বিকেল ৫টায় সদর উপজেলার বদরগঞ্জ বাজারেও একই রকমের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। এ সময় পুলিশ সুপার ছাড়াও কুতুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক বক্তব্য দেন।
এর আগে গতকাল সোমবার কুষ্টিয়ায় গুম-হত্যা, জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধে ভিলেজ ডিফেন্স পার্টি গঠন করে লাঠি ও বাঁশ তুলে দেন সেখানকার পুলিশ সুপার প্রলয় চিসিম।