কালবৈশাখীতে নৌকাডুবি
একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

কালবৈশাখীতে জামালপুরে যমুনা নদীতে নৌকা ডুবে একজন মারা গেছেন। নিখোঁজ আছেন তিনজন। গতকাল শনিবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
প্রায় ৪০ মিনিট স্থায়ী ছিল এ কালবৈশাখী। আজ রোববার সকালে ইসলামপুরে যমুনা নদী থেকে জহুরা বেগম নামে একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা।
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান এনটিভি অনলাইনকে জানিয়েছেন, জহুরা বেগমের বাড়ি উপজেলার বরুল চরে। নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আছেন একই গ্রামের মোল্লা বেপারি, মঙ্গল বেপারি ও রশিদুল বেপারি।
শনিবারের ঝড়ে জেলার ছয়টি উপজেলার তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে জেলায় ২০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। রোববার দুপুরে আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।