জঙ্গিবাদ প্রশ্রয় না দিতে ছাত্রলীগের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

গণভবনে ছাত্রলীগের উদ্দেশে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : এনটিভি
সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় না দিতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের বর্ধিত সভা উপলক্ষে সারা দেশ থেকে আগত সংগঠনটির নেতারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান।urgentPhoto
আওয়ামী লীগে সভাপতি বলেন, বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের বিশেষ ভূমিকা রয়েছে। তাই এই সংগঠনের কাছে জাতির অনেক প্রত্যাশা।
বিএনপি-জামায়াত জোট নির্বাচন ঠেকানোর আন্দোলনের নামে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, জনগণ তাদের সেই অপতৎপরতাকে রুখে দিয়েছে। যেকোনো মূল্যে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো হবে বলেও জানান তিনি।