গাজীপুরে র্যাবের অভিযানে যুবক গ্রেপ্তার

গাজীপুরের জয়দেবপুর থানার হাতিয়াব দক্ষিণপাড়া এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে সাব্বির হোসেন সজীব (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
গতকাল বুধবার সন্ধ্যায় সজীবকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সজীবের বাড়ি জেলার জয়দেবপুর থানার ভাওরাইদ এলাকায়। তাঁর বাবার নাম শহীদুল ইসলাম।
র্যাবের গাজীপুরের পোড়াবাড়ী কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, হাতিয়াব দক্ষিণপাড়া এলাকার আক্তার হোসেনের বাড়িতে অস্ত্র কেনাবেচা চলছে। এই সংবাদের ভিত্তিতে র্যাব বাড়িটিতে অভিযান চালায়। ওই সময় সজীবকে একটি রিভলবারসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে সজীবের দুই সহযোগী সাহাজ উদ্দিন ওরফে সাহা ও আক্তার হোসেন পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র্যাবের অনুসন্ধানে জানা যায়, সজীবসহ তিনজন পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল।