জামিন পেলেন সাংসদ মোস্তাফিজ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নির্বাচন কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান জামিন পেয়েছেন।
আজ বৃহস্পতিবার মোস্তাফিজুর রহমান বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক সাজ্জাদ হোসেন জামিন মঞ্জুর করেন।
লাঞ্ছনার শিকার উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঁশখালীর বিভিন্ন কেন্দ্রে পছন্দের লোকদের প্রিসাইডিং ও পোলিং অফিসার পদে নিয়োগ দিতে বলেছিলেন এমপি মোস্তাফিজুর রহমান। তাঁর আদেশ না মানায় পয়লা জুন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে ডেকে নিয়ে বেদম মারধরসহ লাঞ্ছিত করেন মোস্তাফিজ। এ ঘটনায় জেলা নির্বাচন অফিস থেকে কমিশনে জানানো হলে ওই দিনই নির্বাচন কমিশন বাঁশখালীর ১১টি ইউনিয়নের নির্বাচন স্থগিত করে। এ ঘটনার ব্যাপারে বাঁশখালী থানাকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেয় কমিশন।
নির্বাচন কমিশনের নির্দেশে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, তাঁর রাজনৈতিক সচিব তাজুল ও স্থানীয় ওলামা লীগ সভাপতি আখতারের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়।
এ ঘটনায় এমপি মোস্তাফিজুর রহমান গত ১২ জুন জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করলে আদালত জামিন না দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী মোস্তাফিজুর রহমান আজ বাঁশখালী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।