খ্রিস্টান ব্যবসায়ী হত্যায় আটক মনোয়ারা হাজতে

নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেপ্তার মনোয়ারা বেগম মনিকে রিমান্ড শেষে হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ছবি : এনটিভি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যার ঘটনায় ঢাকা থেকে আটক মনোয়ারা বেগম মনিকে তিন দিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মনিকে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুল আল আমীনের আদালতে পাঠানো হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নাটোরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
গত ৫ জুন বনপাড়ার নিজ দোকানেই দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে সুনীল গোমেজকে। এ ঘটনার পর সবুজ নামের একজন এবং পরে ঢাকা থেকে মনোয়ারা খাতুন মনিকে আটক করে ডিবি পুলিশ।