জামালপুরে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু
জামালপুরের মেলান্দহে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দেওলাবাড়ি সর্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হচ্ছে, সরদারপাড়া গ্রামের রমজান আলীর ছেলে আব্দুল আলিম (১০) ও ফুল মিয়ার ছেলে রায়হান (৬) ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম জানিয়েছেন, বাড়ির পাশে একটি মাঠে বৃষ্টির সময় খেলছিল শিশুরা। এ সময় বজ্রপাতে শিশু আব্দুল আলিম ও রায়হান আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা উভয় শিশুকে মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।