নোংরা পরিবেশে খাবার, মোংলায় দোকানিকে জরিমানা

মোংলায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মুহাম্মদ আলী প্রিন্সের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের মুদি, কাঁচাবাজার, রেস্তোরাঁ, বরফ কল এবং বেকারি কারখানায় অভিযান চালান।
এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদন এবং বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সুমন আইস ফ্যাক্টরি, মদিনা বেকারি এবং বনফুল ঘোষ ডেইরি প্রত্যেক মালিককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন দ্রব্যাদি নির্ধারিত দামের চেয়ে কেউ বেশি দামে বিক্রি করছে কি না তাও তদারকি করেন ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, মোংলা থানার উপপরিদর্শক (এসআই) মনজুর এলাহী উপস্থিত ছিলেন।