গাজীপুরে ট্রেনে কাটাপড়ে নিহত ১

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটাপড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার কালামপুর এলাকা থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।
জয়দেবপুর জংশন ফাঁড়ির পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, ঢাকা-রাজশাহী রেল রুটের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। নিহতের পরনে আছে সাদা পায়জামা ও পাঞ্জাবি।