মোংলায় সুন্দরবন রক্ষায় উন্মুক্ত আলোচনা সভা

সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীই পারে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা করতে।
আজ বৃহস্পতিবার বিকেলে মোংলা প্রেসক্লাবে আয়োজিত উন্মুক্ত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলালের সভাপতিত্বে সভায় সুন্দরবন সহব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম রাসেল, সহসভাপতি গাজী জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবজাল মোসাল্লী ও পিপলস ফোরামের সভাপতি ওলিয়ার রহমান অংশ নেন।
সভায় জানানো হয়, সহব্যবস্থাপনা কমিটি সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীকে নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, যাতে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষা পায় এবং সম্পদ ব্যবহারকারী জনগণের জীবনমানের উন্নয়ন ঘটে। এ ছাড়া সুন্দরবন সুরক্ষায় একমাত্র স্থানীয় জনগণই বিশেষ ভূমিকা রাখতে পারে। তাদের এ বিষয়ে আরো সম্পৃক্ত ও সচেনতার লক্ষ্যে আগামী ২০ জুন সকাল ১০টায় চাঁদপাই ফরেস্ট অফিসে সব পেশাজীবীকে নিয়ে একটি উন্মুক্ত সভা অনুষ্ঠিত হবে। এ সভায় আগামী বছরের পরিকল্পনা ও সুপারিশমালা উপস্থাপন করা হবে বলেও সহব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা জানান।