চাঁপাইনবাবগঞ্জে ১৪ দলের মানববন্ধন ও সমাবেশ

দেশব্যাপী গুপ্তহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার চাঁপাইনবাবগঞ্জে ১৪ দল মানববন্ধন ও সমাবেশ হয়েছে। ছবি : এনটিভি
দেশব্যাপী গুপ্তহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে ১৪ দল মানববন্ধন ও সমাবেশ করেছে।
আজ রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম, সাম্যবাদী দলের নেতা কামাল উদ্দীন ও আওয়ামী লীগ নেতা বাবুল কুমার ঘোষ।
বক্তারা গুপ্তহত্যাকারী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।