চাঁপাইনবাবগঞ্জে হামলার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটি পাঠাগারের সহসভাপতি আহসান হাবিবের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে রানীহাটি বাজারের সামনে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের দুই পাশে রানীহাটি পাঠাগারের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে একপর্যায়ে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে। এতে বক্তব্য দেন প্রকৌশলী মাহাতাব উদ্দীন, কলেজশিক্ষক জাহিদুল ইসলাম, হামলার শিকার আহসান হাবিবের ভাই আব্দুল মবিন।
বক্তারা বলেন, প্রকাশ্য সন্ত্রাসী হামলায় আহত আহসান হাসপাতালে যন্ত্রণায় ছটফট করলেও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করেন।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি রানীহাটি বাজারে ১৫-২০ জন দুর্বৃত্ত বোমা ফাটিয়ে আহসান হাবিবকে তুলে নিয়ে যায় এবং তাঁকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এর দুই ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হয়।