নাশকতার আশঙ্কায় সাতক্ষীরায় ৪৯ জন আটক

নাশকতা চালাতে পারে এমন সন্দেহের ভিত্তিতে সাতক্ষীরায় ৪৯ জনকে আটক করছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, আটক ৪৯ জনের মধ্যে নাশকতার জন্য প্রস্তুত হচ্ছিল এমন অভিযোগে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজার মেয়াদ এক সপ্তাহ থেকে দুই মাস।
এদিকে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের দায়ে মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি সাতক্ষীরায়। সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিকভাবে আছে। সাতক্ষীরা থেকে ঢাকাসহ দূরপাল্লার বাসগুলোও যথাসময়ে ছেড়ে গেছে। দোকানপাট, অফিস-আদালত ও স্কুল-কলেজের কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে।
এ ছাড়া শ্রমিক সংকটের কারণে ভোমরা বন্দরে ভারতীয় পণ্য খালাস একদিন বন্ধ থাকার পর হরতালেও আজ মঙ্গলবার সকালে ফের কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।