পাথর মেরে মেয়েশিশুকে হত্যা, বাবা আটক

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর থেকে আজ রোববার মাহিয়া মাহবুবা নামের দুই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়েকে হত্যার অভিযোগে তার বাবা মাহবুব হাসান বাবুকে (২৭) বাবাকে আটক পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
পুলিশ জানায়, আজাইপুরের মাহবুব হাসান বাবুর সঙ্গে প্রায় এক মাস আগে তাঁর স্ত্রী ইয়াসমিন বেগমের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর ইয়াসমিন তাঁর শিশু মেয়ে মাহিয়াকে বাবুদের বাড়িতে রেখে চলে যান। সেই থেকে দাদির কাছে লালনপালন হচ্ছিল মাহিয়া। আজ ফজরের নামাজের সময় বাবু মেয়ে মাহিয়াকে তাঁর ঘরে নিয়ে যান। পরে হঠাৎ বিকট শব্দ পেয়ে বাবুর মা জোহরা বেগম ছেলের ঘরে গিয়ে রক্তাক্ত মাহিয়াকে মৃত অবস্থায় দেখতে পান। নৃশংস হত্যাকাণ্ডের পর বাবু পালিয়ে যান। দুপুরে তিনি বাড়ি ফিরে এলে স্থানীয় লোকজন তাঁকে ধরে পুলিশে সোপর্দ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পাথর দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথর উদ্ধার করা হয়েছে। বাবু মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় লোকজন ও তার পরিবার জানিয়েছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।