খুলনায় ১৪ দলের মানববন্ধন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার বিকেলে খুলনায় ১৪ দলের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় ১৪ দলের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেল ৩টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী পরিকল্পিতভাবে পুরোহিত, ইমাম, মুক্তমনা লেখক, শিক্ষক, সাহিত্যিক, পুলিশসহ নিরীহ মানুষকে গুপ্তহত্যা, গুম ও নৈরাজ্যের প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ১৪ দল এ কর্মসূচির ডাক দেয়।
খুলনা নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা হতে খণ্ড খণ্ড মিছিল এসে মানববন্ধন ও সমাবেশে এসে যোগ দেয়।
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম, বাবুল রানা প্রমুখ।