গাজীপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সমাবেশ

ছবি : এনটিভি
গাজীপুরে মানববন্ধন ও সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা।
আজ রোববার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাজীপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে জয়দেবপুরের ভাওয়াল রাজবাড়ী সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
অব্যাহত গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
গাজীপুর জেলা কমান্ডার সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার এস এম মজিবুর রহমান ও মোহর আলী, সহকারী কমান্ডার আবু হানিফ, ইজ্জত আলী মোল্লা, ইমান উদ্দিন, গাজীপুর সদর থানা কমান্ডার মোশারফ হোসেন দুলাল প্রমুখ।
এ সময় বক্তারা বিএনপি ও জামায়াতের অপকর্মের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।