গুপ্তহত্যা বন্ধে চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

দেশব্যাপী গুপ্তহত্যা, জঙ্গি তৎপরতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে আজ রোববার বিকেলে চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি : এনটিভি
দেশব্যাপী গুপ্তহত্যা, জঙ্গি তৎপরতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ রোববার বিকেলে জেলা শহরের বড়বাজার শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড এবং সদর উপজেলা কমান্ড যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডার আবু হোসেন, সাবেক কমান্ডার মো. নুরুল ইসলাম মালিক, সদর উপজেলা ইউনিট কমান্ডার আশু বাঙ্গালী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী গুপ্তহত্যা ও জঙ্গি তৎপরতা বন্ধে মুক্তিযোদ্ধারা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে অশুভ শক্তিকে রুখে দাঁড়াবে।