গাজীপুরে ট্রাক-মোটসাইকেলের সংঘর্ষ, এএসআই নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের সঙ্গে মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. তৈয়বুর রহমান (৪৫) নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার সূত্রাপুর এলাকার ভূমি ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে।
তৈয়বুর রহমান সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দাতপাড়া এলাকার আব্দুল আহাদ মিয়ার ছেলে।
গ্রেপ্তার হওয়া চালক পলাশ খন্দকারকে (৩০) পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সিলেটের কর্মস্থল থেকে চারদিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি এসেছিলেন তৈয়বুর। ছুটিতে এসে গতকাল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পডুয়া তাঁর ছেলেকে দেখতে যান তিনি। ছেলের সঙ্গে দেখা করে রাতে মোটরসাইকেল করে টাঙ্গাইলের বাসায় ফিরছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার ভূমি ফিলিং স্টেশনের পাশে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তৈয়বুর রহমান আহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে তাঁকে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ট্রাক ও চালককে গ্রেপ্তার করেছে।