শেরপুর সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক হস্তান্তর

শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ওরারাউ মুছমাতারি (৩০) নামে এক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে। অনুপ্রবেশ ও অস্ত্র মামলায় ১০ বছর সাজা শেষ ভোগের পর আজ সোমবার দুপুরে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাঁকে হস্তান্তর বাংলাদেশ পুলিশ। এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওরারাউ মুছমাতারি ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর থানার ফকিরাপাড়ার রুপেন্দ্র মুছমাতারির ছেলে।
শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, নালিতাবাড়ীর থানা পুলিশ ভারতের তুরা জেলার বারাঙ্গাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি পি মারাকের কাছে ওরারউ মুছমাতারিকে হস্তান্তর করেছেন।
এসআই আরো জানান, ১০ বছর আগে জেলার নালিতাবাড়ী উপজেলার হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের সদস্যদের হাতে অস্ত্রসহ আটক হন ওরারাউ মুছমাতারি। আদালত তাঁকে অনুপ্রবেশ ও অস্ত্র আইনে সাজা দেন।