সুন্দরবনে অনুপ্রবেশকারী ১৬ জেলে কারাগারে

সুন্দরবনে অনুপ্রবেশকারী ১৬ জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে তাঁদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়।
গতকাল সোমবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লী এলাকা থেকে পাঁচটি নৌকাসহ এই ১৬ জেলেকে আটক করে বন বিভাগের ‘স্মার্ট পেট্রলিং টিম’।
বন বিভাগ জানায়, সুন্দরবনে বার বার অগ্নিকাণ্ডের ঘটনার পর পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে সব ধরনের পাশ পারমিট বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে বনের সুরক্ষায় আন্তর্জাতিক মানের ‘স্মার্ট পেট্রলিং টিম’ গঠন করে অভিযান শুরু করে বন বিভাগ। গতকাল কয়েকজন জেলে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকার করছিল। এ সময় স্মার্ট পেট্রলিং টিমের সদস্যরা তাঁদের আটক করেন।
আটক জেলেরা হলো মোংলার বেল্লাল শেখ, মোহর আলী শেখ, কালাম গাজী, জুলফিকার গাজী, কচুয়ার মারুফ মল্লিক, সোহেল হাওলাদার, সালাম বাবলা, সজীব বাবলা, রামপালের তরিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, নুরুল সেখ, ইসমাইল সেখ, রুহুল আমিন সেখ, আবু সাইদ, মুকুল সরদার, ওবায়দুল্লাহ সেখ। এঁদের বাড়ি মোংলা, রামপাল ও কচুয়াসহ বিভিন্ন এলাকায়।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, আটক জেলেদের বিরুদ্ধে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে বন আইনের ২৬/১ (ক) ধারায় মামলা করে বাগেরহাটের বিচারিক আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।