গাজীপুরে পোশাক শ্রমিকদের লাঠিপেটা, পরে সংঘর্ষ

গাজীপুরে শতভাগ ঈদ বোনাস পরিশোধের দাবিতে আজ মঙ্গলবার একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় শ্রমিকরা ব্যাপক ভাঙচুর, সড়ক অবরোধ, কর্মবিরতি পালন এবং বিক্ষোভ করেছে।
সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৮ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের বেশ কয়েকটি গুলি ছুড়ে।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, গাজীপুর সিটি করপোরেশনের নলজানী এলাকায় অবস্থিত কোজিমা লিরিক গার্মেন্টস ফ্যাশন লিমিটেড কারখানা কর্তৃপক্ষ এবারের রমজানের ঈদে মূল বেতনের ৭০ ভাগ ঈদ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ ছাড়া কারখানা কর্তৃপক্ষ সম্প্রতি শ্রমিকদের হাজিরা বোনাস ও ইনক্রিমেন্ট শতকরা দশ ভাগ থেকে পাঁচ ভাগ কামিয়ে দেয়। শ্রমিকরা তা মেনে না নিয়ে কয়েকদিন ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে শতভাগ ঈদ বোনাস, শতকরা দশ ভাগ হাজিরা বোনাস ও ইনক্রিমেন্ট পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ায় আন্দোলনরত শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
আজ মঙ্গলবার দুপুরের বিরতি শুরু হলে শ্রমিকরা কারখানা গেটে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা কারখানার সামনে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর থেকে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে পুলিশ লাঠিপেটা করে। এতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। উত্তেজিত শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় তারা কারখানার ভেতরে হামলা চালিয়ে মেশিনপত্র ও বিভিন্ন মালামাল ব্যাপক ভাঙচুর ও তছনছ করে। একপর্যায়ে পুলিশ কারখানার ভেতরে ও বাইরে শটগানের বেশ কয়েকটি গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১৮ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ ছয়জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ এ দিন কারখানা ছুটি ঘোষণা করেছে।
কারখানার ব্যবস্থাপক অপূর্ব লাল হাওলাদার জানান, এর আগে রমজানের ঈদে শ্রমিকদের ৭০ ভাগ ঈদ বোনাস পরিশোধ করা হলেও এবার শ্রমিকরা তা মেনে নেয়নি। তাদের দাবির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ আরো দশ ভাগ বাড়িয়ে এবারের রমজানের ঈদ বোনাস ৮০ ভাগ করার ঘোষণা দেওয়ার পরও মঙ্গলবার শ্রমিকরা অযৌক্তিভাবে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর থেকে শ্রমিকরা কাজে যোগ দেয়নি।