মোংলায় শেষ হলো সাংবাদিকতার প্রশিক্ষণ

মোংলায় সাংবাদিকতার প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করেন পিআইবির পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন। ছবি : এনটিভি
মোংলায় শেষ হয়েছে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) আয়োজনে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে গত রোববার থেকে শুরু হওয়া প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়।
প্রশিক্ষণে মোংলা, রামপাল, শরণখোলা ও মোরেলগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩২ জন সাংবাদিক অংশ নেন।
মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিআইবির পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন।