ব্যবসায়ী-হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১২

গাজীপুরের টঙ্গীতে ফুটপাতের ব্যবসায়ী ও হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে চার পুলিশ সদস্যসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে টঙ্গীর কলেজগেট এলাকার ফুটপাত থেকে শিল্প পুলিশের স্থানীয় ক্যাম্পের দুই সদস্য প্যান্ট কিনতে যান। প্যান্টের মূল্য নির্ধারণের পর পুলিশ সদস্যরা তা নিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালালে পুলিশ সদস্যরা দৌড়ে পাশের শিল্প পুলিশের ক্যাম্পে গিয়ে আশ্রয় নেন।
এর পর বহিরাগতদের সঙ্গে নিয়ে ব্যবসায়ীরা ক্যাম্পে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে পুলিশ সদস্যরা ক্যাম্প থেকে বেরিয়ে এসে ব্যবসায়ীদের ধাওয়া করেন। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন আহত অবস্থায় শিল্প পুলিশের দুই সদস্যসহ পাঁচজনকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।