কালোবাজারি ঠেকাতে চট্টগ্রাম রেলস্টেশনে ‘কঠোর ব্যবস্থা’

ঈদ সামনে রেখে চট্টগ্রামে রেলের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে কেউ যেন টিকেট কালোবাজারি করতে না পারে, সে জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ।
আজ বুধবার সকালে অগ্রিম টিকেট বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. আবদুল হাই।
সকাল ৮টায় অগ্রিম টিকেট বিক্রি শুরু হলেও যাত্রীদের ভিড় ছিল ভোর থেকেই। আজ ১ জুলাইয়ের টিকেট ছাড়া হয়েছে।
কাউন্টারের আশপাশে কালোবাজারি ঠেকাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশসহ বিভিন্ন সংস্থার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম রেলস্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ‘টিকেট কালোবাজারি রোধে আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে জিআরপি এবং গোয়েন্দা সংস্থা, রেলওয়ে কর্মকর্তাসহ বেশ কয়েকটি টিম কাজ করছে, যাতে কোনো অবস্থাতেই টিকেট কালোবাজারি না হতে পারে। ৩০টি ক্লোজড সার্কিট টেলিভিশনের (সিটিটিভি) মাধ্যমে রেলস্টেশনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে কোনো রকমের কালোবাজারি না হতে পারে।’
এবার ঈদ উপলক্ষে চট্টগ্রাম থেকে ঢাকা, চাঁদপুর, সিলেট, ময়মনসিংহ রুটে নয়টি আন্তনগর ও পাঁচটি মেইল ট্রেন চলবে। এসব ট্রেন প্রতিদিন প্রায় ১৫ হাজার যাত্রী বহন করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এ ছাড়া ঈদ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম সরাসরি ট্রেন ‘সোনার বাংলা’ ২৫ জুন থেকে চলবে।