শেরপুরে হাতির আক্রমণে নিহত ১

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যহাতির আক্রমণে একজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার গুরুচরণ দুধনই এলাকায় এ ঘটনা ঘটে।
বন্যহাতির আক্রমণে নিহত হয়েছেন রুস্তম আলী এবং আহত হয়েছেন তাঁর ছেলে নিয়ামত আলী।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে ভারতীয় বন্যহাতির একটি পাল ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা গ্রাম গুরুচরণ দুধনইয়ের জমি ও ফলদ বাগানের ওপর আক্রমণ চালায়। গ্রামের লোকজন তাড়া করলে একপর্যায়ে হাতির পাল রুস্তম আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই নিহত হন রুস্তম আলী এবং তাঁর ছেলে নিয়ামত আলী গুরুতর আহত হন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘ভোরে হাতির আক্রমণে রুস্তম আলী নামের একজন মারা যান। পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের এক ছেলে আহত হয়েছেন।’ আহত নিয়ামত বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন ওসি মিজানুর রহমান।