বরিশালে আদালত চত্বর থেকে আসামির পলায়ন

বরিশালে আদালত চত্বর থেকে শামীম নামের এক আসামি পালিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের গারদখানার সামনে থেকে তিনি পালিয়ে যান।
পলাতক শামিমকে গতকাল বুধবার গুঠিয়া বন্দর এলাকা থেকে গাঁজাসহ আটক করে উজিরপুর থানা পুলিশ।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, শামীমসহ চার আসামিকে বরিশাল আদালতে পাঠানো হয়। তাঁদের সঙ্গে ছিলেন কনস্টেবল ইউসুফ আলী, বেলায়েত হোসেন ও মো. জাহিদ। তাঁরা আসামিদের গারদখানায় নেওয়ার সময় শামিম দৌড়ে দিয়ে পালিয়ে যান।
ওসি বলেন, এ ঘটনায় উজিরপুর থানার তিন কনস্টেবল ও আদালতে দায়িত্বরত পুলিশ উভয়েই দায়ী। তাঁর অভিযোগ, দূর থেকে আসামি নিয়ে যাওয়া হলেও আদালত পুলিশের কাছ থেকে তেমন সহযোগিতা পাওয়া যায় না। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মামলা হবে।
আদালতে দায়িত্বরত পুলিশের পরিদর্শক শাহ আলম জানান, তাঁদের কাছে আসামি হস্তান্তর করার আগেই একজন পালিয়ে গেছে। এ সময় আদালত পুলিশের সদস্যরা আসামির পিছু নিলেও তাঁকে ধরা যায়নি।