গাজীপুরে পুরোহিতকে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পুরোহিত স্বপন চক্রবর্তীকে (৩৬) হত্যাচেষ্টা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এ বিষয়ে আজ বৃহস্পতিবার থানায় অভিযোগ করেছেন তিনি।
স্বপন চক্রবর্তী কালিয়াকৈরের চাপাইর গ্রামের দয়ানন্দ মন্দিরের পুরোহিত। তাঁর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়িপাড়ায়।
এলাকাবাসী ও ওই পুরোহিতের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার রাতে পূজা শেষে স্বপন মন্দির থেকে হেঁটে টাঙ্গাইলের কুড়িপাড়া গ্রামের বাড়ি যাচ্ছিলেন। জায়গাটি দয়ানন্দ মন্দিরের পাশেই। পথে কালিয়াকৈরের বাগচাপাইর গ্রামে এক যুবক তাঁর গতিরোধ করে। ওই যুবক পুরোহিতকে পার্শ্ববর্তী পুকুর পাড়ের জঙ্গলে যেতে বলে এবং তাকে টানাহেঁচড়া করতে থাকে। এ সময় একটি মোটরসাইকেল এলাকায় এলে পড়লে তিনি পুরোহিতকে ছেড়ে দেন। এ সময় স্বপন চক্রবর্তী দৌড়ে পাশে হযরত চেয়ারম্যানের বাড়িতে আশ্রয় নেন।
স্থানীয় সাবেক চেয়ারম্যান মো. হযরত আলী জানান, পুরোহিতের ডাকে স্থানীয় লোকজন এগিয়ে এলে চার-পাঁচজন যুবক ওই জঙ্গল থেকে পালিয়ে যায়।
পুরোহিত স্বপন বলেন, ‘আমাকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য সন্ত্রাসীরা ওই জঙ্গলে ওত পেতে ছিল। তবে ঘটনার সময় একটি মোটরসাইকেল সেখানে চলে আসায় আমি প্রাণে রক্ষা পাই।’
তবে কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শওকত আলী ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, পুরোহিতকে হত্যার জন্য নয়, টাকা ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশে কয়েকজন মাদকসেবী তাঁর গতিরোধ করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া জানান, এ ব্যাপারে পুরোহিত স্বপন চক্রবতী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছে।