ভয় দেখিয়ে রাজনীতি থেকে অবসরে রাখা যাবে না

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ রাজনীতি থেকে অবসর নিয়েছেন মনে করে যাঁরা নিশ্চিন্তে রাজতন্ত্র চালিয়ে যাবেন মনে করছেন, তাঁরা ভুল করছেন। ভয়-ভীতি দেখিয়ে জনগণকে রাজনীতি থেকে অবসরে রাখা যাবে না।
আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপি ওই ইফতারের আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক মন্ত্রী এম মোরশেদ খান, জাফরুল ইসলাম চৌধুরী, আবু সুফিয়ান, সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, উন্নয়নের বুলি দিয়ে মানুষকে ভোটের অধিকার থেকে দূরে রাখার যে প্রক্রিয়া তা শেষ হয়ে আসছে। গণতন্ত্রকামী এ দেশের মানুষকে রাজনীতি থেকে অবসরে নেওয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি।