বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশিকে পেটানোর অভিযোগ

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে বদিউজ্জামান সরদার (৩২) নামে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তিনি আহতাবস্থায় বিসিএফ ক্যাম্প থেকে পালিয়ে আসেন। তাঁকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। বদিউজ্জামান হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের (চুড়িপট্টি) আবেদ সরদারের ছেলে।
বদিউজ্জামান সরদার এনটিভি অনলাইনকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিনি সীমান্তের ফুটবল খেলার মাঠে গরু চরাতে যান। এ সময় গরুর বাছুর রেললাইন অতিক্রম করে সীমান্তের ২৮৪ মেইন পিলারের ৩৯-৪০ নম্বর সাব-পিলারের কাছে চলে যায়। তিনি বাছুর আনার জন্য সেখানে গেলে কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশ অংশে ঢুকে তাঁকে আটক করেন এবং হিলি বিএসএফ ক্যাম্পে নিয়ে যান।
‘দুই ঘণ্টা ধরে বিএসএফ আমার ওপর থেমে থেমে নির্যাতন করতে থাকে। একপর্যায়ে আমি অজ্ঞান হওয়ার কৌশল করে চুপ করে থাকলে বিএসএফ সদস্যরা আমার কাছ থেকে সরে যায়। পরে আমি সুযোগ বুঝে ক্যাম্প থেকে পালিয়ে বাড়ি চলে আসি। পরে বাড়ির লোকজন আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’ বলেন বদিউজ্জামান।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামাল পারভেজ এনটিভি অনলাইনকে বলেন, বদিউজ্জামানের পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার আবদুল মান্নান জানান, ‘বদিউজ্জামানকে আটকের খবর পেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু বিএসএফ সাড়া দেয়নি। পরে জানতে পারি, আটক ব্যক্তি ফিরে এসেছেন।’
এর আগে গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে হিলি রেলস্টেশন থেকে জয়পুরহাটগামী একটি মালবাহী ট্রেন হিলি সীমান্তের ফুটবল খেলার মাঠের কাছাকাছি আসে। এ সময় ভারতীয় চোরাকারবারিরা বাংলাদেশ অংশে ঢুকে ওই ট্রেনে ভারতীয় মালামাল ওঠাতে থাকে। বাধা দিলে ভারতীয় চোরাকারবারি বিটন (৩৩) বিজিবিকে লক্ষ্য করে রিভলবার দিয়ে গুলি ছোড়ে। এতে হিলি বিওপির বিজিবি সদস্য রাসেল (২১) আহত হন। এ সময় আত্মরক্ষার্থে টহলরত বিজিবি সদস্যরা গুলি করলে বিটন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।