নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবসে ভোলায় মানববন্ধন

নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় ভোলা শহরের সদর রোডে এ মানববন্ধনের আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘অধিকার’।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশের মানুষ আতঙ্কের মধ্যে দিনযাপন করছে। বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। সংবাদপত্র নিয়ন্ত্রণ ও সাংবাদিকদের গুলি করা আর রিমান্ডে নিয়ে মানুষ হত্যা একটি স্বাধীন দেশে চলতে পারে না। সারা বিশ্বে এসব ঘটনায় আলোড়নের সৃষ্টি হয়েছে। তাই সব ধরনের নির্যাতন বন্ধ করতে হবে।
মানববন্ধনে সাংবাদিক, উন্নয়নকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, নারী সংগঠক, নির্যাতিত ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ওই সময় নির্যাতনবিরোধী লেখা বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করেন মানববন্ধকারীরা।
অধিকারের স্থানীয় সমন্বয়কারী ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আফজাল হোসেন, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোবাশ্বীর উল্লাহ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল খায়ের, নারী সংগঠক গুলেনুর বেগম, অমি আহমেদ, মো. নাহিদ, মুন্না, আল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।