সেতুমন্ত্রী বললেন
ঢাকা-চট্টগ্রাম চার লেনের মহাসড়ক উদ্বোধন ২ জুলাই

চট্টগ্রামের ভাটিয়ারীতে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি
ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক দুটির চার লেনের কাজ শেষ হয়েছে। জনগণের ঈদ উপহার হিসেবে আগামী ২ জুলাই প্রকল্প দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার বেলা ১১টায় চট্টগ্রামের ভাটিয়ারী এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী জানান, কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ১৯২ কিলোমিটার সড়কে ২৩টি সেতু, ২৪৩টি কালভার্ট ও ১৪টি বাইপাসসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন হয়েছে। ফলে এখন সড়কপথে সাড়ে চার ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম পথ পাড়ি দেওয়া সম্ভব উল্লেখ করে আগামী ২ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধনের কথা বলেন মন্ত্রী।