খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

খুলনায় ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। খুলনা সার্কিট হাউস ময়দানে এ জামাত অনুষ্ঠিত হবে।
খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ থাকলে টাউন জামে মসজিদে সকাল ৮টায়, ৯টায় ও ১০টায় পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গতকাল সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসান।
সভায় খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাওলাদার মো. রকিবুল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেন, খুলনা সিটি করপোরেশন (কেসিসি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উপস্থিত ছিলেন।