বিরামপুরে ট্রাকচাপায় দুজন নিহত

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কলেজ মোড়ে আজ বুধবার সকালে ট্রাকের চাপায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ভেলুপাড়া গ্রামের তাছির উদ্দিনের ছেলে মিল্লুর রহমান মিল্লু (৪৮) ও একই গ্রামের অফিল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩৬)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে বিরামপুরের কলেজপাড়ায় দিনাজপুরগামী একটি দ্রুতগামী ট্রাকের চাকায় ঘটনাস্থলেই দুই সাইকেল আরোহীর মৃত্যু হয়। তাদের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।