যশোরে গুলিতে ‘ডাকাতে’র মৃত্যু

যশোর সদর উপজেলার কানাইতলায় গুলিবিদ্ধ হয়ে ফারুক হোসেন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রাতে ডাকাতদের মধ্যে গোলাগুলির সময় তিনি গুলিবিদ্ধ হন বলে পুলিশ দাবি করেছে।
ফারুখ সদর উপজেলার দৌলতদিহি গ্রামের আবু বকরের ছেলে। আজ শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফারুকের মৃত্যু হয়েছে। নিহতের স্ত্রী তাসলিমা বেগম একজন ফটোসাংবাদিকের কাছে ছবি দেখে তাঁর স্বামীর লাশ শনাক্ত করেন।
তাসলিমা বেগম দাবি করেন, গতকাল বেলা ১১টার দিকে নদীতে তাঁর স্বামী পাট ধুচ্ছিলেন। ওই সময় দুটি মোটরসাইকেলে করে এসে পুলিশ পরিচয় দিয়ে চার ব্যক্তি তাঁকে ধরে নিয়ে যায়। এর পর থেকে স্বামীকে আর খুঁজে পাচ্ছিলেন না।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ইলিয়াস হোসেন দাবি করেন, রাত আড়াইটার দিকে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলায় ডাকাতদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ফারুককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ওসি বলেন, ‘আহত ফারুকের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই তিনি মারা যান।’ ঘটনাস্থল থেকে পাঁচটি রামদা, ৫০ হাত লম্বা রশি উদ্ধার করা হয়েছে বলেও ওসি জানান।