ভোলায় দরিদ্রদের মধ্যে এমপির সহায়তা

ঈদকে সামনে রেখে অসহায় ও হতদরিদ্রদের মধ্যে চাল, শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রম চলছে। শনিবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে অন্তত পাঁচ হাজার পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। একই সঙ্গে সরকারের দেওয়া বিশেষ ভিজিএফের চালও বিতরণ করা হয়।
স্থানীয় সংসদ সদস্য (এমপি) আলী আযম মুকুল এই শাড়ি, লুঙ্গি ও চাল গরিবদের মধ্যে বিতরণ করেন। শত শত নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে চাল, শাড়ি ও লুঙ্গি গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশের উন্নয়ন করছে। আর অপর একটি দল সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে এবং একই সঙ্গে সন্ত্রাস ও জঙ্গি দমনে সহযোগিতা করতে হবে। দেশের মানুষের কথা চিন্তা করে সরকার গত বছরের চেয়ে ১০ কেজি চাল বাড়িয়ে ২০ কেজি করেছে। আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে দেওয়ার জন্য আপনাদের পাশে দাঁড়িয়েছি।’
এ সময় বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহাব্বতজান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।