কেশবপুরে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

যশোরের কেশবপুর উপজেলায় গতকাল শনিবার রাতে বিল্লাল হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার সকালে উপজেলার ভাণ্ডারখোলা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন মাঠ থেকে বিল্লালের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা থানায় মামলা করেছেন।
বিল্লাল উপজেলার হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং শাখায় পড়ত। সে ভাণ্ডারখোলা গ্রামের দিনমজুর রেজওয়ান সরদারের ছেলে।
রেজওয়ান সরদার জানান, পড়াশোনার পাশাপাশি বিল্লাল অবসরে মোটরভ্যান চালিয়ে লেখাপড়াসহ সংসারের খরচ চালাতো। একই এলাকার বাসিন্দা ও বিল্লালের সহপাঠী রানা শনিবার সন্ধ্যার পর মোবাইল ফোনে বিল্লালকে ভাণ্ডারখোলা বাজারে আসতে বলে। এরপর আজ সকালে বিল্লালের জবাই করা লাশ পাওয়া যায়।
হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট সামছুননাহার বলেন, বিল্লাল মেধাবী ছাত্র ছিল।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাসুদুর রহমান বলেন, স্কুলছাত্র বিল্লাল হোসেনের গলা কাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।