চট্টগ্রামে গণপূর্তমন্ত্রী
বিএনপি-জামায়াতকে নিয়ে জঙ্গিবাদ দমন করা যাবে না

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। ছবি : এনটিভি
বিএনপি-জামায়াতকে সঙ্গে নিয়ে দেশে জঙ্গিবাদ দমন করা যাবে না উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হলে দেশ থেকে জঙ্গিবাদ সমূলে নির্মূল সম্ভব।’
রাজধানীর গুলশানে হোটেলে হামলা ও হতাহতের ঘটনায় দুদিনের জাতীয় শোক দিবসের প্রথম দিনে আজ রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।
আওয়ামী লীগ আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম ও শামসুল হক চৌধুরী এমপি বক্তব্য দেন।