জোয়ারে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে আজ সোমবারও মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সামান্য উত্তর দিকে সরে গিয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে দুই দিন ধরে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বয়ে যাচ্ছে। লঘুচাপের ফলে রোববার ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত সোমবারও অব্যাহত রয়েছে।
বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দরে অবস্থানরত সব দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ সময়ে সময়ে বিঘ্নিত হচ্ছে।
মোংলা বন্দরের হারবার বিভাগ জানায়, প্রচণ্ড বৃষ্টিপাতের সময় জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ বন্ধ রাখা হয়। কারণ বৃষ্টির পানিতে ভিজে আমদানি পণ্য বিশেষ করে সারসহ অন্যান্য মালামালের ক্ষতি হয়ে থাকে। তবে বন্দরে বিদেশি জাহাজের আগমন ও নির্গমন স্বাভাবিক রয়েছে বলেও জানায় হারবার বিভাগ।
এ ছাড়া ভারি বর্ষণ ও অমাবস্যার প্রভাবে খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাটসহ উপকূলীয় এলাকা এবং এর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই তিন ফুট অধিক উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে সাগর ও সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লারা সুন্দরবনের বিভিন্ন নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।