রামপালে দুঃস্থদের মধ্যে বিএনপি নেতার ঈদ বস্ত্র বিতরণ

বাগেরহাটের রামপাল উপজেলার বড়দিয়া গ্রামে সোমবার দুঃস্থদের মধ্যে পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি ও টাকা বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ ফরিদুল ইসলাম। ছবি : এনটিভি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের রামপালে দুঃস্থদের মধ্যে পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি ও টাকা বিতরণ করা হয়েছে।
সোমবার রামপাল উপজেলার বড়দিয়া গ্রামের নিজ বাড়িতে দেড় সহস্রাধিক দুঃস্থ নারী-পুরুষ ও শিশুর মধ্যে এ ঈদবস্ত্র ও টাকা বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপি নেতা এবং সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
এ ছাড়া অন্যান্য বছরের মতো সোমবার হাজি এনায়েত উল্লাহ দাখিল মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যেও ঈদের পোশাক বিতরণ করেন ফরিদুল ইসলাম। এ সময় শেখ ফরিদুল ইসলাম সমাজের বিত্তবানদের দুঃস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।