ঘর থেকে বের করে আ. লীগকর্মীকে হত্যা

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় হাসান সরদার (৪৫) নামের আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দিবাগত রাতে একদল দুর্বৃত্ত হাসানের বাড়ির প্রাচীর টপকে দরজায় আঘাত করতে থাকে। একপর্যায়ে হাসান সরদার দরজা খুলে দিলে দুর্বৃত্তরা তাঁকে ঘর থেকে বাইরে এনে মাথায় গুলি করে হত্যা করে। এ সময় আশপাশের লোকজন আসতে শুরু করলে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে চলে যায়।
ঝিকরগাছা থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জহিরুল জানান, স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে হাসানকে হত্যা করা হতে পারে।
এএসআই আরো জানান, খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে পুলিশ গেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।