শেরপুরে শিশুরা পেল লেবুগাছের চারা

গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উদ্যোক্তাদের সঙ্গে শিশুরা। ছবি : এনটিভি
শেরপুরে শিশুদের মধ্যে গাছের চারা বিতরণ করেছে সাবেক শিক্ষার্থীদের একটি সংগঠন। গতকাল সোমবার বিকেলে জেলা সদরের পাকুড়িয়ায় ‘এইচএসসি ৯৩ স্টুডেন্টস ক্লাব’-এর উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়।
পাকুড়িয়া ইউনিয়নের মাজার প্রাঙ্গণ ও গণ-শহীদ মোতালেব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিশুদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
সংগঠনটির সভাপতি মনির উদ্দিন আহমেদ বাদল জানান, ক্লাবের উদ্যোগে একদিনে এক হাজার লেবুগাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই চারা বিতরণ কর্মসূচি চলবে।
এইচএসসি ৯৩ স্টুডেন্টস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, শিশুদের ভিটামিন সি সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে লেবুগাছের চারা বিতরণ করা হয়েছে।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ হায়দার আলী।