নওগাঁয় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

নওগাঁর রানীনগর উপজেলার পুঠিয়া এলাকায় রানীনগর-আবাদপুকুর সড়কে দ্রুতগামী ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে অটোরিকশার আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, আজ শনিবার বেলা ৩টার দিকে রানীনগর-আবাদপুকুর সড়কের পুঠিয়া এলাকায় আজিজুর রহমান মেমোরিয়াল একাডেমির পূর্ব পাশে বিপরীতগামী একটি ট্রাকের সাথে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার যাত্রী আত্রাই উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের শহীদুল ইসলাম (৪৬) ও নওগাঁ সদর উপজেলার স্টেডিয়ামপাড়ার ফারুক হোসেনের ছেলে সম্রাট হোসেন (২৪)। আহত হন অটোরিকশার চার যাত্রী। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আত্রাই উপজেলার দেবনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বিদ্যুৎ প্রামাণিকের (৩০) মৃত্যু হয়।
আহত ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁ মহল্লার আতোয়ার রহমানের স্ত্রী নাজু বেগম (৩০), নাটোরের সিংড়া উপজেলার কান্দিনগর গ্রামের মোহরত আলীর ছেলে রুহুল আমিন ও রানীনগর উপজেলার সিংগারপাড়ার দুলাল হোসেনের ছেলে মহসিন আলী (২৬)।
ওসি আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, এলাকার করজগ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি আটক করতে পারলেও চালককে খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম এবং নওগাঁ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কানাইলাল সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে রানীনগর থানায় একটি মামলা করা হয়েছে।