চট্টগ্রামের ৩০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের ৩০টি গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফ এবং সাতকানিয়ার মির্জারখিল দরবার শরিফের অনুসারী ৩০টি গ্রামের মানুষ আজ ঈদ উদযাপন করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ২০০ বছর আগে এই রেওয়াজ প্রবর্তন করেন মাওলানা মুখলেছুর রহমান নামের একজন পীর। তাঁর মতে, বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখা গেলেই রোজা শুরু এবং শেষ করতে হবে। একই নিয়মে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের নির্দেশ দিয়েছিলেন তিনি।