চট্টগ্রামে ঈদের প্রধান জামাত জমিয়াতুল ফালাহে

আজ বুধবার প্রধান ঈদ জামাতসহ নগরীর কয়েকটি ঈদ জামাতের সর্বশেষ প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি : এনটিভি
চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ ঈদগাহ ময়দানে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রথম এবং সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বৃহৎ এ ঈদগাহ ময়দানে। এখানে মন্ত্রী, সংসদ সদস্য, মেয়রসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন।
অপরদিকে, কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় এম এ আজিজ স্টেডিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
এ ছাড়া নগরীর ৪১ ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের ব্যবস্থাপনায় ১৫৬টি স্থানে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের নামাজ।
আজ বুধবার প্রধান ঈদ জামাতসহ নগরীর কয়েকটি ঈদ জামাতের সর্বশেষ প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।