দক্ষিণাঞ্চলের বৃহৎ ঈদের জামাত ষাটগুম্বজ মসজিদে

বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ষাটগুম্বজ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল ৭টায়। প্রায় ৬০০ বছরের পুরাতন ঐতিহাসিক এই মসজিদে দেশি-বিদেশি পর্যটকসহ স্থানীয় লোকজন ঈদের নামাজ আদায় করবেন।
এ ছাড়া এখানে বাগেরহাটের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের নামাজ আদায় করবে।
প্রধান এই জামাতের ইমামতি করবেন বাগেরহাট সরুই মাদ্রাসার ইমাম মো. আমিরুল ইসলাম। এখানে আরো দুটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সোয়া ৮টায় দ্বিতীয় ও ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ নজরুল ইসলাম জানান, বিশ্ব ঐহিত্য ষাটগুম্বজ মসজিদে তিনটি ঈদের জামাতে ২৫ থেকে ৩০ হাজার লোক নামাজ আদায় করবে। এ লক্ষ্যে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ ছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খাঁন জানান, ষাটগুম্বজ মসজিদের বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে। শতাধিক পুলিশ ফোর্স নিয়োজিত করা হয়েছে। দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয় লোকজন যাতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারে সে জন্য শহরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের সব সরকারি হাসপাতাল, শিশু সদন, কারাগারে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনে আলোকসজ্জা করা হয়েছে।
এ ছাড়া বাগেরহাট শহরের আলিয়া মাদ্রাসা ঈদগাহ, খারদ্বার ঈদগাহ, হজরত খানজাহান আলী (রহ.) মাজার জামে মসজিদ, পুরাতন কোর্ট মসজিদ, মিঠাপুকুরপাড় জামে মসজিদ, ফলপট্টি জামে মসজিদ, খানজাহানিয়া বায়তুল ফালাহ মসজিদ, নতুন কোর্ট জামে মসজিদ, সরুই হাজি আরিফ জামে মসজিদ, শহর রক্ষাবাঁধ সংলগ্ন পৌরপার্ক ঈদগাহ, দশানী পৌরপার্ক সংলগ্ন জামে মসজিদ ও পিসি কলেজ জামে মসজিদে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের অন্যান্য জামাত অনুষ্ঠিত হবে। বাগেরহাটের ৯ উপজেলার বিভিন্ন জামে মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।