বাংলার নববর্ষ উপলক্ষে ফেনীতে শিশুমেলা

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার সকালে শিশু আনন্দ মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি : এনটিভি
বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার সকালে শিশু আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে। ফেনী শিশু একাডেমির আয়োজনে দিনব্যাপী শিশুমেলার উদ্বোধন করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ।
শিশুমেলার দেশীয় সংস্কৃতির ওপর বিভিন্ন ধরনের স্টল সাজিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। বাংলার ঐতিহ্য, বাঙালির স্বতন্ত্র বৈশিষ্ট্য শিশুদের মাঝে উপস্থাপন করাই মেলার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আবসার ভূঞা।