খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

খুলনা সার্কিট হাউস ময়দান কর্দমাক্ত থাকায় এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে টাউন জামে মসজিদে। সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সালেহ।
খুলনা-২ আসনের সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজান, খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ, মহানগর বিএনপির সভাপতি সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস, জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঈদ জামাতে অংশ নেন। একই স্থানে এক ঘণ্টা পরপর আরো তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এ ছাড়া সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বাইতুন নূর মসজিদ কমপ্লেক্স, নূরনগর ফায়ার ব্রিগেড মাঠসহ বিভিন্ন ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।