ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান জামাত অনুষ্ঠিত

বাগেরহাটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে। সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত এই মসজিদে অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
প্রায় ৬০০ বছরের পুরাতন ঐতিহাসিক এই মসজিদে দেশি-বিদেশি পর্যটকসহ স্থানীয়রা ঈদের নামাজ আদায় করেন।
বাগেরহাট-২ আসনের সাংসদ অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার (এসপি) মো. নিজামুল হক মোল্লাসহ প্রশাসনের কর্মকর্তারা ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ আদায় করেন। প্রধান এই জামাতের ইমামতি করেন বাগেরহাট সরুই মাদ্রাসার ইমাম মো. আমিরুল ইসলাম।
এই মসজিদে আরো তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তিনটি জামাতে প্রায় ২৫ থেকে ৩০ হাজার লোক ঈদুল ফিতরের নামাজ আদায় করেন বলে ধারণা করা হয়। ঈদের নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও জঙ্গিবাদ রুখতে ঈদগাহে বিশেষ মোনাজাত করা হয়।