বাবা-মা কোন মতাদর্শের, বিবেচ্য হওয়া উচিত নয়

জঙ্গিদের বাবা-মা কোন মতাদর্শের তা বিবেচ্য হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সংসদ সদস্য ড. হাছান মাহমুদ। দেশে জঙ্গিবাদের বিকাশরোধে এবং সন্তানদের বিপথগামী হওয়া থেকে বাঁচাতে তাদের মমন বিকাশে যত্নবান হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগরের সিরাজউদ্দৌলা সড়কে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
হাছান মাহমুদ এমন সময়ে এই কথা বললেন, যখন গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলায় জড়িতদের একজন আওয়ামী লীগেরই এক নেতার ছেলে বলে নাম এসেছে। গুলশানের ওই রেস্তোরাঁয় সন্ত্রাসীদের হামলা ও জিম্মির ঘটনার পরদিন সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্ডে নিহত হয় জঙ্গিরা। এদের একজন রোহান ইমতিয়াজ। তিনি সদ্য বিলুপ্ত অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ খান বাবুলের ছেলে।
এনটিভি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে ইমতিয়াজ খান বাবুল দাবি করেন, ‘পুলিশের পক্ষ থেকে রোববার আমার পরিবারকে জানানো হয়েছে, আমার ছেলে রোহানের মৃতদের তাদের কাছে আছে। প্রয়োজনীয় তদন্ত শেষে মৃতদেহ দেওয়া হবে।’ পুলিশের প্রকাশ করা ছবির মধ্যে তো রোহান নেই। এ ব্যাপারে জানতে চাইলে, বাবুল বলেন, ‘এই প্রশ্নটি আমার ছোট ভাইও করেছিল। পুলিশ জানিয়েছে ওর ফেস নেই। তাই ছবি দেওয়া হয়নি।’
গুলশান হামলার ঘটনার পর গত রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে হাছান মাহমুদ বলেছিলেন, ‘গুলশানে যে বর্বরোচিত হামলা হয়েছে তা আইএস ঘটায়নি, কারণ এরা অতীতের জামায়াত-শিবির। আর দেশি-বিদেশি ও জামায়াত-শিবিরের ষড়যন্ত্রেই এসব ঘটনা ঘটছে।’
তবে আজ হাছান মাহমুদ বলেন, ‘যাদের সন্তানই এই বিপথে গেছে, সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ এসব কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তার পিতামাতা কোন মতাদর্শের অনুসারী, সেটা কারো কাছে বিবেচ্য হওয়া উচিত নয়। আমি এ জন্য অনুরোধ জানাব সমস্ত পিতামাতা অভিভাবকদের, যে সন্তানরা কোথায় যায়, কী করে এবং তাদের মনন বিকাশের ক্ষেত্রে যেন আমরা যত্নবান হই।’
দেশ থেকে জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য প্রয়োজন উল্লেখ করে সাবেক মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের আশ্রয় দেওয়া সন্ত্রাস লালনকারীদের ঐক্যের আহ্বান লোকদেখানো।
জঙ্গিবাদের যেসব ঘটনা ঘটছে, তাকে পৃথিবীব্যাপী সমস্যা উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, এ সমস্যা থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না এমন শান্তিকামী সব রাজনৈতিক দলের ঐক্য চায় আওয়ামী লীগ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঐক্যের কথা লোকদেখানো ও তিনি নিজেই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।